প্রাণিসম্পদ বিষয়ে যে কোন উদ্যোগে সংযুক্ত হবার আগে বিষয়টি সম্পর্কে জেনে নেয়া আবশ্যক। প্রাণিসম্পদ দপ্তর নিয়মিতই প্রশিক্ষন ও পরামর্শ প্রদান করে থাকে। তবে যে বিষয়টি সম্পর্কে প্রশিক্ষণ করতে চান সেটি দপ্তরে জানিয়ে রাখা যেতে পারে। দপ্তরে প্রশিক্ষণে আগ্রহীর তালিকা সংরক্ষণ করা হয়। বাজেট প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণের নির্দেশপ্রাপ্ত হলে আগ্রহী তালিকা থেকে উদ্যোক্তাদের সাথে যোগাযোগ করা হয়। বিভিন্ন প্রকল্প ভুক্ত খামারীদের প্রকল্পের গাইডলাইন অনুসরণ করে বিষয় ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়া এনজিও সহ বিভিন্ন সরকারী সংস্থার প্রশিক্ষনেও সহায়তা করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস