সেবার তালিকা:
১.গবাদি প্রানীর কৃত্রিম প্রজনন সেবা।
২. গবাদি প্রানী, হাঁস মুরগী কবুতর কোয়েল,টাকি ও পোষা প্রানীর চিকিৎসা ও পরামর্শ সেবা প্রদান।
৩. গবাদি প্রানী, হাঁস মুরগী কবুতর কোয়েল,টাকি ও পোষা প্রানীর টিকা প্রদান
৪. গবাদি পশুপাখির ডিজিজ সারভিলেন্স।
৫. গবাদি পশুপাখির রোগ অনুসন্ধানে নমূনা সংগ্রহ ও গবেষনাগারে প্রেরণ।
৬.ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প স্থাপন।
৭.খামারী প্রশিক্ষণ।
৮.মাংস প্রকৃয়াজাতকারীদের প্রশিক্ষণ ও রেজিষ্ট্রেশন।
৯.উঠান বৈঠক আয়োজন।
১০. স্থায়ী ঘাস চাষ সম্প্রসারণ।
১১.খামার ,ফিডমিল ও হ্যাচারী পরিদর্ন।
১২. পোল্ট্রি খামার রেজিষ্ট্রেশন ও নবায়ন।
১৩.গবাদি পশুর খামার রেজিষ্ট্রেশন ও নবায়ন।
১৪.আইন শৃংখলা ও খাদ্য নিরাপত্তায় মোবাইল কোর্ট পরিচালনা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস